***** “শিহরিত অনুভূতি” *****
বসন্তের মাঝে কেন হল আজ শিহরিত অনুভূতি,
তুমি আছো তাই হৃদয়ে আজ জাগায় কত স্নৃতি।
প্রকৃতির মাঝে দুলেছি কত অজানা স্বপ্ন নিয়ে,
তুমি আছো বলে আজো বেঁচে আছি তোমার সানিদ্ধে গিয়ে।
জীবন যখন সাঁজাবো কখন আজ যে এসেছি কাছে,
দাও বাহু বাড়ায়ে, নাও তুমি জড়ায়ে অতীতের সকল কষ্ট ঘুচিয়ে।
মিছে নয় ভালোবাসা সৃষ্টিতে জাগে আশা স্বপ্ন সুমধুর,
পৃথিবীর মাঝে যা কিছু আছে প্রেমের মাঝে সুরাসুর।
চলেছি পথে, যাবো একসাথে, প্রেমের বাঁধনে দুজন,
যেথা যায় মোরা, খুলবো না জোরা, কাটাবো মোদের জীবন।
চল যাই আজ, ফেলে সকল কাজ, নূতন সৃষ্টির আশায়,
যত আসুক বাধা, থাকবো বাঁধা, ভেসে যাবো সে প্রেমের মোহনায়।
তাং-০১/০৪/২০১৭ ইং