শিরোনাম:—- এ গাধাকে কি গাধা বলা যায়?
কলমে—-কবি বিকাশ চন্দ্র হাওলাদার।
তারিখ:—০৮/০৪/২০২১
——————————————
রেসের মাঠে গরু ছাগল ঘোড়ার সাথে একটা গাধা ছিল,
সবাই খাদ্যের অন্বেষণে এবং আপন আপন কাজে ব্যস্ত থাকলেও ,
গাধাটি নীরবে নিঃশব্দে অবনত মস্তকে কি যেন আওড়াতে-আওড়াতে গঙ্গার দিকে চলে যায়।
হয়তো কোনো আঘাটার ঘাটে এ গাধা জল ঘুলিয়ে খায়।
তারপর বিনা পারিশ্রমিকে সম্ভ্রান্ত কোন রমণীর মাল বয়।
এরপর আরো একবার দেখেছিলাম গাধাটিকে শীতের কম্পিত রাতে অসহায় শিশুদের তাপ দেয়,
অন্যের ক্ষত চেটে নিজে আপন ক্ষত বয়ে বেড়ায়।
আর্ত পীড়িত যত তাদের ধমনীতে রক্ত দেয়,
বিনা কারণে কর্জ শোধ দেয়।
আর মৃত্যুর পরও চামড়া খুলে খুলে দেয় ।
তারপরেও এ গাধাকে কি গাধা বলা যায়?