আবার গনতন্ত্র,,,,,,
————————–সুব্রত,,,,( 7/4/2021).
আবার একটা লাশ
আবার একটা ভোট
কারো উল্লাসের আনন্দ,,,,কারো অশ্রুপাত
আবার কিছু খুনি উন্নত সভ্যতার বুকে মাথা রেখে
লাথি মেরে ভেঙে দেওয়া গনতন্ত্রের শিকড় ,,,,,,
প্রসাদসম অট্টালিকায় ব্লু প্রিন্ট চিত্রপট
তবু সে কাচ একটা ও ভাঙল না ,,,,,,
বুদ্ধিজীবী ভাবা মানুষ গুলি অন্ধকারে
নিরপেক্ষতার দোহাই দেওয়া প্রানি গুলো কালো চশমায় আবৃত
বিভাজন তত্ত্বের স্বাদ আস্বাদনে ও মেটেনি আশ
ক্ষমতার প্রাচুর্যে তোষামদের দল ,,,,,,,গদি চাই ,,,,,,
উন্নয়ন দাড়িয়ে থাক না রাস্তায়
ছিড়ে দেওয়া রুটির টুকরোয় কুকুরের আস্ফালন
গদি চাই আমার
ধর্ষিতা হয়ে যায় যাক না ,,,,,,,,
গনতন্ত্র ,,,,,,,মা,,,,,বোন। ।
সুব্রত বিশ্বাস ,,,,,,।