শিরোনাম : তুমি যদি চাঁদ হও
কলমে : কাজী সেলিনা মমতাজ শেলী
তারিখ : ০৬/০৪/২০২১
তুমি যদি চাঁদ হও আমি হব আকাশের মেঘ,
তুমি যদি মেঘ হও আমি হব তোমার আবেগ।
তুমি যদি ফুল হয়ে ফুটে থাকো ওই মৃত্তিকায়,
সে সৌরভ ভুবন ভরাবো আমার অহমিকায়।
তুমি রেখে গেলে স্বপ্নের শিয়রে ভালোবাসা,
তুমি উপহার দিলে আঁধার মহিমার আশা।
এই চাঁদ এই মেঘ মহিমান্বিত আঁধারের হৃদ্যতা,
এখানে ছড়ায়ে যাক তোমার আমার পবিত্রতা।
তুমি সন্ধ্যার মেঘমালা হলে আমি সন্ধ্যার তারা,
তুমি যদি তারা হও আমি হব পূর্ব গগনে বর্ষা ধারা।
অন্ধকারের স্নিগ্ধ আঁধার মহিমা যেন রাতের সীমানা,
স্বপ্ন সমান আঁধার কূলে তুমি অমৃত এক ধর্না।
অশোক ছায়ে বন-বীথিকায় তুমি অনন্য কল্পনা,
মহা ব্যাকুলতায় তোমার জন্য শিশিরের আল্পনা।