পঁচিশ বছর পর
আমিনুল ইসলাম
এ কোনো কাল্পনিক
কথা নয়,
পঁচিশ বছর আগে
এক কিশোরীর সাথে ছিল প্রণয়।
মনে হতো তখন
সে ছাড়া বুঝি মিথ্যে জীবন।
কিন্তু আজ কেটে গেলো
পঁচিশটি বছর,
তবু কেউ কারো
নেইনি কোনো খবর।
তবে প্রেমের ঝাপসা স্মৃতি গুলো
আজও চলেছি বয়ে,
হারানো প্রেমের ক্ষত গুলো
অনেকটা নিয়েছি সয়ে।
তবু মাঝে মাঝে স্মৃতি গুলো
হৃদয়ে ভেসে উঠে যখন,
তখন সব সুখ ম্লান হয়ে যায়
হৃদয়ে হয় রক্ত ক্ষরণ।
(কাব্য গ্রন্থ- দু’জনে)