দৈনিক কবিতা প্রতিযোগীতা
শিরোনাম : দিনের মহিমা ফুরায়ে
কলমে : কাজী সেলিনা মমতাজ শেলী
তারিখ : ০৫/০৪/২০২১
দিনের মহিমা ফুরায়ে যখন রাতের মহিমা আসে,
রাতের আভাষে যেন ঘুমঘুম আঁখিতে ঘুম ভাসে।
থাকে মন সারাক্ষণ দিবসের কাজে-কামে ব্যস্ত,
তাই রাতের আঁধারে আঁখি থাকে যেন ঘুমে ন্যস্ত।
নিখিল আকাশ ভুবনে সত্য সাধনায় চাঁদের উৎসব,
অমা নিশি হয়েছে ভোর যেন পাখির কলরব।
জেগে ওঠে আজ লুকানো তারা আকাশের মনে,
জুঁই চামেলি একান্ত মনে ফুটেছে কানন বিলাস বনে।
তব হৃদয় মনে সেজেছে চন্দ্র সূর্য নিখিল ধরণী,
কত পুষ্প পেলো ঠাঁই, কত পুষ্প ঝরে যেন বিচিত্র বরণী।
গভীর প্রার্থনায় নির্মল হোক জীবনের সব আশীর্বাদ,
পূর্ণ হোক পূর্ণ হোক এই জীবনের সব সত্য পবিত্র সাধ।