দৈনিক কবিতা প্রতিযোগিতা
কবিতা ঃ চমক
কবি ঃ অনন্ত বসু
তারিখ ঃ ০৫/০৪/২০২১
জীবনে অনেক রকম চমক আসে
যে গুলো স্মৃতিপটে সর্বদা ভাসে।
প্রথম প্রেম হল জীবনের সর্বশ্রেষ্ঠ চমক
ফুলশয্যার রাতে থাকে বিশেষ চমক।
শুভাকাঙ্ক্ষীর সমবেদনায় আশ্চর্য চমক
ধীরে ধীরে শান্ত হয় শোকসন্তপ্ত লোক।
দুঃসময়ে বন্ধু’র সাহায্য বড় চমক
যখন উপেক্ষা করে নিকট বহু লোক।
বিজ্ঞাপনের চমকে বিক্রয় বৃদ্ধি পায়
বিশেষ ছাড়ের চমকে প্রায়ই ঠকতে হয়।
খেলার অন্তিমে থাকে উত্তেজনার চমক
সার্কাসে থাকে ভীতি ও শিহরণের চমক।
দ্রুত গাড়ি চালানোয় রোমাঞ্চকর চমক
দুর্ঘটনার পরে আফশোস করে লোক।
ঐশ্বরিক চমকে দুর্ঘটনায় প্রাণ বেঁচে যায়
প্রার্থনার চমকে মুমূর্ষু রোগীও বেঁচে যায়।