দৈনিক কবিতা প্রতিযোগিতা
কবিতা (ছড়া)ঃ শিক্ষার ভরাডুবি
কবিঃ রজব আলী
তারিখঃ ০৪/০৪/২১ইং
কি যে শিক্ষা এলো দেশে
বুঝিনা তার ভাব,
না পড়েই বড় ডিগ্রী
করছে তারা লাভ।
স্কুল কলেজের ভর্তি তালিকায়
নামটি আছে যার,
নিশ্চয়ই সে পাশ করবে
চিন্তা নাহি তার।
ক লিখতে কলম ভাঙ্গে
কাপে থর থর,
মাথার ঘাম পায়ে পড়ে
গায়ে আসে জ্বর।
ইন্টারভিউ কোন পোষ্টে
দিতে যদি যায়,
আশির মধ্যে বিশ রাখাটা
হয় যে বিষম দায়।
সার্টিফিকেট ঠিকই আছে
নেই শিক্ষার মান,
জাতির বোঝা হয়ে তারা
ঘুরছে বর্তমান।