..খোঁজ রাখে না কেউ..
কলমে – কেয়া দাস
রোজ কত মন ভাঙ্গে
ভাঙ্গে কত স্বপ্ন।!
খোঁজ রাখে না তা কেউ,
এ পোড়া মন যে আমার ভাঙ্গে প্রতিনিয়ত।
খোঁজ রাখে না কেউ!
তাই চাই না খোঁজ আর কারোর।।
ভাঙ্গুক আমার মন ,
হোক একটু তীব্র যন্ত্রণা!
নেমে আসুক আঁখি দিয়া শ্রাবণের ধারা ,
ঝরুক অকাতরে জলধারা।
তবুও স্বস্তি নাহি মেলে!
তাই করি ছটফট ,
কখন মনে হয় দম বন্ধ হয়ে আসছে!
এই ব্যস্ততার ভীড়ে ,
তাই করি নিঃশব্দে আর্তনাদ ।।
কেউ শুনতে পায় না আমার আর্তনাদ ,
নিকটিনের ধোঁয়ার মত ফুসফুসে ঢোকে আমার বিষাক্ত ধোঁয়া!
প্রতিটি শ্বাসপ্রশ্বাস জেনো বন্ধ হতে থাকে আমার,
তবে এটা নিকটিনের ধোঁয়া নয়!
এ যে মনুষ্য বিষের ধোয়া,
বিষের ধোঁয়ায় হয়েছি আজ আমি নিল;
সমস্ত দেহ হয়েছে আমার নীলাক্ত !
তবে আমি নীল কন্ঠ হতে পারি নি।।
তবে আমি চাইনি নীল কন্ঠ হতে,
আমি তো শুধু চেয়েছিলেম মনুষ্য মাঝে প্রেম-প্রীতি ও ভালোবাসা দিতে উজার করে!
বেশী কিছু চাওয়ার ছিল না আমার,
শুধু তার বিনিময়ে চেয়েছিলাম একটু ভালোবাসা।।
খুব বেশী কি ছিল আমার দাবী?
দিবানিশি জ্বলছে বিষে দেহ,
অগ্নিকুণ্ডে জ্বলছে পোড়া মন,
ভাঙ্গছে মন প্রতিনিয়ত!
খোঁজ রাখে না আর কেউ।
খোঁজ রাখে না কেউ।।
….নমস্কার… ছবি – গৃহীত