বিষয়ঃকবিতা
শিরোনামঃকবির ভাবনা
রচনায়ঃতামিম আদনান
তারিখঃ০৩/০৪/২১
কবির কলম চলেনা যখন
নেমে আসে কালো ছায়া
হায়েনার দল খুশিতে নাচে
বুকে নেই কোন মায়া।
তামাশা চলে সমাজ জুড়ে
নষ্ট কথার ভীড়
উৎসবের রঙ দেহেতে আজ
শূন্য মনের নীড়।
বসন্ত আসে পায়না বোধ
নষ্ট মনের ছোঁয়ায়
কল্পনা আজ বন্দী ঘরে
ঢেকে আছে কালো ছায়ায়।
নষ্টবাদীর নষ্ট আবেগ
দুষ্ট হাসি হাসে
কবির কলম বন্ধ ঘরে
নীরব মনে কাঁদে।
স্বরণ সভার মরণ ঘরে
হয়না কাব্য কথা
হঠাৎ করে অস্ত যায়
কবির প্রাণটা।
কত কথা ছিল কবির
হলোনা প্রকাশিত
স্বপ্ন ভাবনা রইলো লুকিয়ে
জানলো না আর কেউতো।