দৈনিক কবিতা প্রতিযোগিতা
কবিতার নাম: তোমার ও লাগিয়া
কলমে: মোঃ আবু ইউসুফ
তারিখ:০৩/০৪/২০২১
মরারে মারবা কি আর প্রেমানলে পুরাইয়া
আমি বন্ধু বেঁচে আছি তোমার ও লাগিয়া।
মনে চাইলে সুজন বন্ধু,
মরার আগে একবার যাইও দেখিয়া।।
আমি বন্ধু বেঁচে আছি তোমারও লাগিয়া।।
তোমায় পাবার আশা করে ছাড়লাম বাড়িঘর
এখন তুমি দূরে থাকো নাও না মোর খবর।
এত অভিমানি তোমার অন্তর।
ওগো দরদিয়া,
আমি বন্ধু বেঁচে আছি তোমারও লাগিয়া।।
আপন জনে কয় অসতী দেয় গো দাগা মনে
তাদের কথায় যায় না আসে থাকলে তুমি আমার সনে।
আমায় রাখিও তোমার চরণে!
বলি মিনতি করিয়া,
আমি বন্ধু বেঁচে আছি তোমারও লাগিয়া।।
কবি ইউসুফ কয় ভাবিয়া তিতাস রাখো তুমি শুনে
আজও রাখি বন্ধু রে আমার হৃদয় সিংহাসনে।
তারে পাইলে এই জীবনে।
সকল দুঃখ যাবো ভুলিয়া,
আমি বন্ধু বেঁচে আছি তোমারও লাগিয়া।।