তোমাকে দেখার জন্য
– আলী হোসেন
আমায় ফেলে যাচ্ছো চলে, কে সে মনের মানুষ !
কার আকাশে যাচ্ছে ভেসে, তোমার ইচ্ছে ঘুড়ির ফানুস ?
কে তোমাকে নিচ্ছে ডেকে, কোন সে বাহুডোর?
কার ইশারায় রাখছো আমায়, তোমা হতে দূর-
কোন স্বপনে কোন লগনে, কোন সে বাহানায়-
আমায় ছেড়ে যাবে দূরে, কোন সে আঙ্গিনায় ?
এই শহরে সব প্রহরে, তোমায় চিনে সবাই;
তুমি ছাড়া পথ হারা, আমার কেহ নাই।
সব গলিতে পথ চলিতে, থাকলে তোমার সাথে-
থাকো দ্বিধায় রেখে আমায়,অনেকটা তফাতে।
তোমার এখন অনেক স্বজন, শহর জুড়ে বাস,
তাইতো আমায় রেখে হতাশায়, করছো সুখের চাষ,
তোমায় চিনে গুণী জনে, নামকরা লোক যারা
তারা আছে তোমার কাছে, নেই আমিই ছন্নছাড়া;
সবই দিলে কেড়েও নিলে, নাই কোন অধিকার-
তোমার কাছে আলো আছে, আমার কেবল আঁধার
গলিতে-রাজপথে চলিতে একসাথে, চাও না তুমি আর
দাদা দিদি কিংবা বৌদি ঘিরে তোমার চারিধার…
তোমার চোখে পরম সুখে তাকিয়ে থাকতে চাই
হৃদ অনুভবে যত কথা হবে অন্য দাবী নাই….
তোমার সনে কোন নির্জনে বসে বটবৃক্ষের ছায়
যাবো চলে সবকিছু ফেলে অচেনা তুমি যেথায়