ওহে- আসাদুল
…………………..
মো. আসাদুল হক
চাঁদপুর সদর- ১১.০২.২০২১ খ্রি.
পোস্টের তারিখ- ০৩.০৪.২০২১ খ্রি.
ওহে আসাদুল, বাজায়ে মৃদুল
কি গান গাইছো ?
ধরে প্রত্যুশের ফোটা ফুল
তুমি কি পিয়েছো ?
তোমার চাষাবাদ, ফসলাদি লয়ে
আছো চেয়ে সকরুণে কার পানে ?
দেখতে কেনো রে- পাওনি তুমি
সোনার তরী ভরে গেছে আর মানুষের ধানে ?
কান পেতে শুনছো তো শুধু আলোর বোল
বিরস তবে কেনো ? কেনো তবে তুমি বেভুল ?
হে আসাদুল ? তবে কি শুনছো দুন্দুভি রোল ?
রোদ তাপ দহনে – বিমর্ষতা তব বদনে
যেমতি ক্লান্তির রেশ ছিলো দুর্যোধনে
তাই তব আননে, যেনো নীরদ ভরা গগনে
গরল বেদীতে উপবেশন তুমি, তুমি তেঁই আনমনে ?
তব মনে, আকিঞ্চনে যে দৌলতে
সে তো নিত্য জাগে প্রভাতে
বৃন্তে কলি, কলিতে প্রস্ফুটন সুন্দর
ভরে কেনো নেওনি তা দিয়ে তব ঘর ?
ভাবিছো তোমার না- এ ভাস্কর শশধর
তাই বুঝি লভিতে করোনি ওদের কদর
হেরিছো শুধু ওদের আনন্দ দুল
কী কম, কী প্রতুল, তা নিয়ে করোনি শোরগোল
কম বেশী নিয়েই ভরে নিয়েছো হৃদয়ের দু’কূল
তুুমি কি হে- আসাদুল ?
এঁদো নিন্দন পরিহরে ছুট যার ধারে
কোন্ ফুলেল বর ভাবিছো তারে ?
তালে বেতালে – অহিনকুলে
এ ভব সংসার চলে
সত্য মিথ্যার দুলে পারুল পড়ে ব্যাকুলে
বোধে নিও তা- হে আসাদুল ।
নয় যে ভুল সব কলরোল
শ্রবিও কানে মানবতার বোল হারায় যেথায় কূল
যন্ত্রণা কাতরে নিবেদিত করিও আপনারে
বিলায়ে দিতে নিজেরে, হইও মশগুল ।
যারে দেখো বসন্তে ডালে ডালে
সেই কোকিল বলে, ” দুলি দুঃখের দুলে
আমার কুহু কুহু বেদনারে মানুষ বুঝে ভুল ”
তেমনি কি কবিতা তোমার- ওহে আসাদুল ?
খ্যাতি জৌলুসের চাষে থেকো না হরষে
বেনামীর বশে ছিন্ন আয়েশের বেশে
যা পাও অনায়াসে তাই নিও চুষে
যশস্বী হইও না পঙ্ক বিলাসের পরশে
ছদ্য দুলনায় খেয়ো দুল, ভেবে তোহেরে অপ্রতুল
টিকিও জগতে এমতি, হে- আসাদুল ।