আমি খুব সাধারণ
শফিকুল জান্নাত জিহা
আমি খুব সাধারণ,
সবার মত নয় আমার জীবন,
অন্যের চেয়ে আমার জীবন ব্যাতিক্রম,
আমি খুব সাধারণ।
আমার জীবনের গতি খুবই স্বল্প,
আমি লেখালেখি করি অল্প অল্প,
অন্যের মত নয় আমার জীবন,
আমি খুব সাধারণ।
আমার জীবন অন্যথা,
সাবাইকি জানে আমার জীবনের কথা?
প্রতিটি মূহুতে করি আমি সংগ্রাম,
আমার মধ্যে থাকেনা সময় বিরাজমান।
সমুদ্রের ঢেউ কখনো থাকেনা স্থির,
তেমনি আমার জীবনের সময় চলনশীল,
আমার জীবনটা খুবই ব্যাতিক্রম,
আমি খুব সাধারণ।
অহংকারী হয় পতন,
আমি অহংকারী নয়,
আমি খুব সাধারণ।
আমি লিখি কবিতা আর ছন্দ,
বিভিন্ন আমার জীবনের অঙ্ক,
আমার জীবন অন্যরকম,
আমি খুব সাধারণ।
মনের মাঝে পুষে রাখি হাজারো কষ্ট,
আমার আছে কত এলোমেলো স্বপ্ন,
মনের মধ্যে যা আসে তা করি অঙ্কন,
আমি খুব সাধারণ।
গল্প, ছড়া আর কবিতায় কাটিয়ে দেব জীবন,
লেখালেখিতে আমি জীবন করব অতিক্রম,
আমি খুব সাধারণ।
শফিকুল জান্নাত জিহা
নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়
ঘরে বসে বই কিনুন অনলাইনে।ভিজিট করুনঃ http://www.boibiponibd.com