আত্মকথন
রফিকুল ইসলাম (রিজভী)
কারো মুখে খাবার দিতে গিয়ে,
আমি অভুক্ত রয়েছি।
শীতে শরীরে উম দিতে গিয়ে,
আমি শীতে কাঁপছি।
কারো মুখে হাসি ফোটাতে গিয়ে,
কষ্টে নিরবে কাঁদছি।
রাস্তায় জীবন বাঁচাতে গিয়ে,
আমি পঙ্গু হয়েছি।
করো কাছে আপন হতে গিয়ে,
অবহেলায় দুরে রয়েছি।
ঘুমের চোখে উম দিতে গিয়ে,
নিজে নির্ঘুম রয়েছি।
কারো সঠিক পথে হাটতে গিয়ে,
নিজে ভুল পথে হাঁটছি।
কারো মনে আনন্দ দিতে গিয়ে,
আমি নষ্টামিতে মাতছি।
কারো সাথে গভীর বন্ধুত্বে গিয়ে,
আপনদের শত্রু সেজেছি।
পরিবারের সবার দায়িত্বে গিয়ে,
শরীরের রক্তজল করেছি।
কারো জন্য কলমে লিখতে গিয়ে,
সাদাকালো মন্ত্র লিখছি।
সত্যের পক্ষে সাক্ষী দিতে গিয়ে,
নিজে দন্ড ভোগ করছি।
প্রকাশকাল : ২৬/০৪/২০১৭ইং
দ্বিতীয় সংকলন : ০১/০৪/২১ইং
কবিতার শিরোনাম : আত্মকথন
কলমে : রফিকুল ইসলাম (রিজভী)
ছাত্র- হাজি এম এ কালাম সরকারি কলেজ।
নাইক্ষ্যংছড়ি, বান্দরবান।