♥ সত্যবাণ নির্বাসনে ♥
কলমেঃডাঃমোঃমাহবুবুর রহমান
তারিখঃ০১-০৪-২০২১ ইং
সু-পথে সু-জন রাজি
কু-পথে আসে ধন,
স্রষ্টা দেখেনা সম্পদ
চাহে সুন্দর মন।
গুণীর বানী কর্কষ যবে
বুঝেই বা ক’ জন,
মূর্খ যেথা থাকে রাজা
কতই বা তার ওজন।
উলুবনে মুক্তা নেই
উর্বরতায় চাষে শর্ষ্য,
চিন্তামনির ভাত নেই
সত্যভাষী আজ নিঃস।
মানুষে চিনে মানুষ
গীদর চিনে কচুক্ষেত,
ভূতের বসতি ভাইরে
ভরা সরিষা ক্ষেত।
যৌবনা পেট ইলিশের
ডিম্ব ফোটায় জোয়ারে,
অসত্যের জয়-জয়কার
সত্যবাণ নির্বাসনে আহারে।