ভালবাসার মূল্য নাই
মো শরীফ সানজিদ
অরে সত্যিকারের ভালবাসার মূল্য এখন নাই,
ঠকাঠকি আর শুধু ভোগের পণ্য বানায়,
আদি যুগে ছিলো ভালবাসা,এই যুগেতে রং তামাশা,
পুরায় মনের আউশ,শুনায় প্রেম ভাষা,
স্বপ্ন দেখায় ঘর গড়ার,দুটো জীবন নিয়ে,
সেই ঘরে তে রবো তুমি আমি,করবো পরিণয়ে,
নিত্য দিনে শুনায় বাণী,একটু ভুলে ইতি আনি,
ভাঙ্গে সেই স্বপ্ন দেখা ঘর,তবে লোচনে ডুবে রাখে পানি,
ভাবার নই যা এমন কথা,সেই ভাবাতে পুস্লো ব্যাথা,
বুঝতে পারেন না, মনো হৃদয় হইল কেমনে এই প্রথা,
মিথ্যে কেন স্বপ্ন দেখায়,ভাঙ্গলে কেনো তবে মন,
ভোগের নেশায় ছিলে তুমি,জানতাম না আমি তখন,
স্বপ্ন জুড়ে,ছোবল করলে তুমি একটুও কি মায়া পড়েনি,
তোমার দুর্দিনে পাশে রবো বলে কেন করেছ ছল ছলানি,
খোলে দিয়েছ তুমি আমার মনের চোখ,প্রেম ভালবাসা আর নই,
সত্যিকারের বাসলে ভালো এমন হবে কি পরিণয়,
সবই আর মিথ্যে নই,সসত্যিকারের ভালবাসে যারা,
তারাও কষ্ট পাই কিছু মিথ্যে অভিনিত ভুল মানুষের দ্বারা।
রচনা চট্টগ্রাম