যে বুকে ফলবে সবুজ বৃক্ষ, সে বুকে আজ ফলছে অনল, করতেছেও কটাক্ষ
মো শরীফসানজিদ
কাব্যগ্রন্থঃ-
তোমার,তোমাদের ভালবাসার কিন্তু প্রশংসা করতে হয়;
দেহের বহিরাঅংশটি কি জ্বলমল;
বলা বাক্য গুলো যে রসালো,যেন রসের হাঁড়িতে থৈই থৈইঃ ডোবা হয়েছে?
যেভাবে বলতেছ, বলছ,মানবতার ভালবাসা নুঁয়ে পড়ছে, সবুজের বুকে?
কি ভাবে বুঝতে পারি, তোমাদের নকল মনোভাব চিন্তা গুলো;
অথচ,
যে বুকে ফলার কথা সবুজ বৃক্ষের জ্বলজ্বল হাসি, সে বুকে জ্বলছে অনলে সারা পথ?
অভিনয় কি অদ্ভুত, কি অদ্ভুত!
যেনে রেখে,যে অনল জ্বালিয়েছ সবুজের বুকে,সে আগুনে তুমিও জ্ববে সেদিন?
যেদিন সময়টা হবে বিষাক্ত,দূর্বোগও কঠিনঃ
বলার জন্য প্রশ্ন পাবেনা,তোমার, তোমাদের,সবাই জ্বলবে;
তখন আর এমন সবুজ মাঠ পাবে না,আর পাবেনা শান্তির প্রয়াসের ভূমিষ্টও?
যেনে রেখো,হ্যাঁ যেনে রেখ,
শুধুই শুনবে,শুনবেন, হৃদয় ভাঙ্গার শব্দ,
এখনো সবুজের কোন এক পাশে অনল লেগেছে, নেবাও,তাড়াতাড়ি নেবাও;
স্বপ্ন জ্বলবে,তুমি জ্বলবে,আমি জ্বলবো,সাথে এই পৃথিবীও?
এসো,পাশে দাঁড়াও, কটাক্ষ্ করে নই,
তখন দেখতে পাবে,সব স্বপ্ন সত্যি হবে,সে চলতেই থাকবে,দূর্বার গতিতে নির্ভয়।
রচনাকালঃ-গাজীপুর
৩১/০৩;১৯