প্রতিযোগিতার জন্য
বিভাগ-কবিতা
শিরোনাম-প্রজাপতি
কলমে-জয়া গোস্বামী
৩১/০৩/২০২১
ঝাঁকে ঝাঁকে প্রাজাপতি আজ ডানা মেলেছে
করছে খেলা গুন গুনিয়ে মুখর দিনে ,
মিষ্টি সকালে ফুলের ওপরে দেবে পরাগ ছিটিয়ে
মিলন দেবে ঘটিয়ে সৃষ্টি সুধার পরশে মেতে,
রেণু নিয়ে লুটোপুটি করছে আনন্দে বিভোর হয়ে
নিচ্ছে নির্যাস সকালে প্রান ভরিয়ে,
মেতেছে কৃষ্ণচূড়া ফুলের ওপরে …
রঙিন দুটি ডানা মেলেছে আজ খুশিতে ..,
আলপনা দিয়েছে আজ কে ওদের ডানাতে এঁকে
বাহারি ফুলের সৌরভে মাতোয়ারা হয়েছে,
শোভা দিচ্ছে ফুলের ওপরে বারিয়ে,
নির্জনতায় দেখছি চেয়ে আমি অবাক চোখে
আবেগের মন্থনে পলক পড়েনা ওদের থেকে,
স্মৃতিতে ফেলে আসা অতীত গুলো আসছে মনে
ভালোবাসার অপমান অবহেলা উপেক্ষাতে ,
আজ আমি একলা নেবো ওদের সাথে মিতালি করে
উড়বো আমি ও আজ ওদের মত ইচ্ছে জাগে,
অনুভবগুলোর প্রাপ্তি অবলুপ্তিকরণে
বারবার পুরাতন এলোমেলো স্বপ্ন আজ
আমার চোখের কোণে ভাসে .,..
মুক্তি চায় ভালোবাসা , তবু মুক্তি পায় না
ডানা ঝাপটায় , তবু উড়তে পারে না,
প্রজাপতির মিলন সুধা পান করি মলিন হয়ে
উড়ুক প্রজাপতি আজ রঙিন ডানা দিগন্তে মেলে
দেখি তাই আমি আজ নিঃশব্দে বসে বসে!!!