দীপ্ত বাংলা কবিতা উৎসব পর্ব-১৫
বিষয়ঃ ভয়
কবিতাঃ আল্লাহ্ কে ভয়
লেখকঃ রেহেনা বেগম
তারিখঃ ২১/০৩/২১
দূর্যোগ আর চরম বিপর্যয়,
চারিদিকে জীবন যুদ্ধে পরাজয়।
মানুষের আহাজারি হাহাকার,
অর্থ-সম্পদে অন্যায় অত্যাচার।
এসেছি আমরা কোন কূলে!
কোরান-সন্নাহ কেন যাই ভুলে!
দীনের পথে যেন সদাই চলি,
বিপদে আল্লাহ কে না যাই ভুলি।
আমারা করি আল্লাহর ইবাদাত,
ক্ষমা চাই দয়া থাকতে জীবিত।
আতংকিত নয় ঈমানে ধৈর্য্য ধরুন,
গরীব দুঃখি অসহায়দের দান করুন।
আল্লাহর মধূর নিয়ম নীতির বিধান!
নিষেধ লঙ্ঘন কাজ হইতে সাবধান!
দুনিয়ায় এসেছি বেশি দিনের জন্য নয়,
বিদায় নিব একদিন করি আল্লাহর ভয়।
‘আল-আলবানী’ হাদিসের যথার্থতা বাণী,
এক আল্লাহ্ কে সবচেয়ে ভয় করে মানি।