শিরোনাম : শূন্যতা
কলমে : কাজী সেলিনা মমতাজ শেলী
তারিখ : ৩০/০৩/২০২১
শূন্যতা একদিন পূর্ণতা পাবে শুধু সময়ের অপেক্ষায়,
শ্রেষ্ঠ সম্পদ পারিবারিক শিক্ষা আসুক ভরে আঙ্গিনায়।
সম্পূর্ণরূপে নিজের ভাষাগুলো রাখতে হয় পবিত্রতায়,
ভোরের বাতাস বহে বেণু বনে, তপস্বিনীর বেহালায়।
গদ্য পদ্য হাসি কান্না মিশে আছে জয়ধ্বনির সুরের সাথে,
দীর্ঘ অপেক্ষার পর আভিজাত্য চাঁদ উঠেছে ঐ রাতে।
ভাটি বেলার তরঙ্গ ঢেউ যেন চঞ্চল হয়ে ওঠে শূন্যে,
বাতাসের উজান স্রোত যেন অবসান না হয় অরণ্যে।
আঙ্গিনায় কত সুর হারিয়ে যায় রূপ পায় না গানে,
কত বাঁশি ভেঙ্গে যায় গোধূলি বেলায় বাজে না প্রাণে।
শূন্যতা সন্ধ্যা আকাশে একদিন আনে পূর্ণ ঐ চাঁদ,
স্বর্ণ আলোকে বিলাসী হয়ে যায় সেদিনের সে রাত।
জীবন বড় রহস্য গম্ভীর সব সময় হতে নেই উদাসীন,
রোদের স্রোতে হতে চায় না এই সুন্দর ভুবন ছায়াহীন।