দৈনিক কবিতা প্রতিযোগিতা
“শবেবরাত পালন”
মোঃ দেলওয়ার হোসেন
তাং-২৯/০৩/২০২১
ফার্সিতে ‘শব’ মানে হয় রাত ‘বরাত’ এ হয় ভাগ্য,
এ রাত মুক্তির মোবারক ময় আপনাতে বৈরাগ্য।
মধ্য রজনীতে শাবানে আজ এ কোন মধুর শরাব,
উদয় হলো রূপের ঘরে আবে সৃজন সবার।
তৌহিদেরি একত্ব বীজ ডাক দিল আয় ঘরে,
আত্মা ছুটে হু হু রবে রূপের নেশায় ধরে।
নৈরাকারে সাঁই যে ভাসে কিনার পেল খাকে,
উম্মুল কোরআন মানব দেহে সৃষ্টি তত্ত্বে আঁকে।
জ্ঞান বিচারে আবে সৃষ্টি কোথায় হবে পূর্ণ,
শবেবরাত শবেকদর মানব ওজুদ ঘূর্ণ।
ত্রিশে মানব গঠন হলো পিতৃ-মাতৃ রাগে,
দ্বি দলের এই মৃনালেতে সোনার মানুষ জাগে।
চল্লিশেতে রুহ চেতন পিঞ্জিরা হয় খাকে,
সৃষ্টি তত্ত্ব না বুঝিয়া হালু-রুটি চাখে।
ভেদ বুঝিয়া করো সবে শবেবরাত পালন,
মানব জনম বৃথা হবে কাকে করবে লালন?