শিরোনাম : কখনো কখনো পরিসমাপ্তি প্রয়োজন
কলমে : কাজী সেলিনা মমতাজ শেলী
তারিখ : ২৮/০৩/২০২১
কখনো কখনো পরিসমাপ্তি প্রয়োজন আরও ভালো কিছু শুরুর জন্য,
ধ্বংস হলো বনাঞ্চল, নতুন করে শুরু হোক সুন্দর মহা অরণ্য।
ফুলেরা সুগন্ধ ছড়ালো পাখিরা গাইবে গান মহা অরণ্যে তোমার জন্য এলো মৃদু মেঘ,
হিম শীতল হাওয়া নুয়ে আছে যেন অরণ্যের হৃদয় প্রেমে দুটি চোখের আবেগ।
সবসময় রাশি রাশি স্নিগ্ধ আসবে এমন কোনো কথা নেই কিতাবে পাঠশালায়,
এই জীবন এই সংসার যেন ভাঙ্গা গড়ার নিত্য খেলা, তবু খুঁজি কচিপাতা কিশলয়।
জীবন চমৎকার হতে পারে ভাঙ্গা গড়ার পঙক্তিগুলো আবার সাজালে,
সোনালি রাঙা প্রভাত সব সময় সোনালি থাকে না, ওই কৃষ্ণ মেঘ আসলে।
কিছু একান্ত বিশ্বাস হৃদয়ে প্রেমের পবিত্র গল্প হয়ে উঠতে পারে,
মনে আনন্দ দিতে শিশির জলে কাগজের নৌকা বাঁধা আছে শিশির সিন্ধুর তীরে।