শিরোনাম : এক ঝাঁক বুনোহাঁস কলমে : কাজী সেলিনা মমতাজ শেলী তারিখ : ২৬/০৩/২০২১ এক ঝাঁক বুনোহাঁস পথ হারালো অজানায়, উদ্বেলিয়া উঠেছে হাঁসের মন সন্ধ্যায় আঙ্গিনায়। সঙ্গীসাথী লয়ে পথে আজ হলো দিশেহারা, প্রাণে দুঃখ পথ হারায়ে, তবু সস্নেহে বন্ধুরা তার সেরা। যুগল রূপের মাধুরী পূর্ণিমা খোঁজে সম্মুখে হাঁস, সঙ্গীসাথী মিলেমিশে থাকে জলে তার বসবাস। বসন্ত বিব্রত হলো আজ ঘন সন্ধ্যায় আঙ্গিনায়, সন্ধ্যার অন্ধকার বাতাসে পথ পেল না জলের ভেলায়। সন্ধ্যার অন্ধকার ঘিরে আশ্রয় খোঁজে এটাই সত্য, সযত্নে সাথীদের ঠাঁই খুঁজে দেবে এটাই যেন বসন্ত ব্রত। শঙ্কিত দৃষ্টিতে চেয়ে আছে সন্ধ্যায় আশ্রয় খোঁজে, ধীরে ধীরে আবেগ চ…