সোনার মানুষ (১৮ মাত্রা বৃত্ত)
ডাঃ আব্দুল হান্নান জাহিদ
————————————
বৃষ্টিতে ভিজে রোদে পোড়ে আহা অন্ন জোগায় যারা
গাঁয়ে চাষা, ভুষা কুলি মজু, কামার, কুমার ওরা ।
অনাহারে ও অর্ধাহারে দিবা নিশি কাটায় কারা!
আহা কত যে সৌভাগ্যবান সোনার মানুষ তারা।
ভোগ বিলাসি, ঐশ্বর্য্যের শিখরী রথে নাহি যায়
গুজার করে, সহস্র শোকর তকদিরে যা পায় ।
ধ্বংস গিরি,অর্থের মার প্যাঁচ বুঝে নাকো হায়
স্বর্গ সুখের, সহজ সরল জীবন ই তো চায় ।
সাদা মনে আহা নির্ভাবনায় কাটায় কুড়ে ঘরে
মশকের ডানা তুল্য, ক্ষণিকের এ মেদিনী পরে।
পাড়া পড়শী রয় মিলেমিশে ভালোবাসার তরে
বৃষ্টির জল গোলপাতার ছাদে ফোটা ফোটা ঝরে।
রোগের যন্ত্রণা, শোকের কষ্ট নিরবে যায় সয়ে
শান্তনার পথ খোজে মুখে কালিমার বাণী লয়ে
কুমন্ত্রনা হতে ফিরে দাড়ায় মহান প্রভূর ভয়ে
নিঃস্বার্থ প্রেম,ক্ষমা বিরল যোগ্যতা যায় রয়ে।
দুষ্কর্মা মোড়লে যাতাকলে হায় পিষে দুখে দুখে
সীমাহীন ত্যাগ,কোরবানীর মাঝেও ওরা সুখে।
জুলুমবাজের লম্প ঝম্প সাধ্য কি ওদের রুখে!
শত নিপিড়ন চোখ বুজে সয়ে যায় হাসি মুখে ।
জালিমের জুলুমে যে সয়লাব পাপ রাশি রাশি
দ্বীন কায়েমে যে লড়ে যায় বীর মুখে সেই হাসি।
মৃত্যুকে যারা তুচ্ছ ভেবে আহা গলায় পরে ফাঁসি
সোনার মানুষ ওরা,ওরাই সুখী জান্নাত বাসি।।।
৷৷৷৷৷৷৷৷৷৷৷ লিতুন হোমিও ফার্মেসী