দৈনিক কবিতা প্রতিযোগিতা
কবিতা:- ফিরে এসো
কলমে:- অয়ন বিশ্বাস।
তারিখ: ২৫/০৩/২০২১
ভারি পাথরের স্তুপের মত চিন্তা,
আমার মাথায় জমতে থাকে।
ভোরের সূর্যদয়ের মত নিজেকে
উন্মুক্ত করতে চাই, চিন্তার জালিকা ছিঁড়ে…
থরে থরে অন্ধকার সমস্ত পৃথিবীকে গ্রাস করেছে।
শান্তির স্থল খুঁজতে খুঁজতে ব্যর্থতার
দরজায় গিয়ে কড়া নেড়েছি বারংবার।
বিশ্ব জুড়ে চলছে হিংসার আরাধনা
টেলিভিশনে চোখ রাখলে আপাদমস্তক
আতঙ্কে কাঁপতে থাকি!
শোনা যায় শুধুই রন রক্ত সফলতা…
সভ্যতার শুরু থেকেই,
সমাজপতিরা প্রবৃত্তির তাড়নায়
সমাজকে চালিত করেছে ভুলপথে!
তারই ফল স্বরূপ মর্তে বেড়েছে উশৃঙ্খলতার
জোয়ার!
শুভ আচরণে সিদ্ধ না হয়ে,
ঢঙের সাজেও তিলকে উঠেছে মেতে।
সন্তান জন্মদানের পবিত্র রীতিকে,
খেলা ভেবে মত্ত হয়েছে এই ভোগের পাষাণ ভূমি!
পৃথিবীর আজ ভীষণ অসুখ,
হে দুর্নিবার উদ্ধারের জন্য তুমি এসো ফিরে…
পৃথিবী আজ অভাবে ভুগছে ,
মানুষের বড়ো অভাব!
মানুষ চায় এক জন পরিত্রাতা…
দু-পেয়ে জন্তুরা মেতে উঠেছে ধ্বংস লীলায়!
ঈশ্বরের আরাধনার নামে চলছে কামের উপাসনা।
মাতলামিতে মেতে উঠেছে পূজার প্রাঙ্গণ,
উলুধ্বনি ও শঙ্খনিনাদ দিনে দিনে
হয়ে যাচ্ছে ফিকে।
আগের মত ঘন্টার প্রাণ জুড়ানো তীক্ষ্ণ কম্পন
আর হৃদয়ে এসে মেশেনা।
সূর্য গ্রহণের মত গ্রাস করেছে পৃথিবীকে ,
দু-পেয়ে নেকড়ে গুলো।
নখ যাদের তীক্ষ্ণ, অত্যাধুনিক অস্ত্রের চেয়ে
আপন গর্বে এরা আত্মহারা,
লক্ষ কোটি গাধার চেয়ে হাস্যকর এদের প্রবৃত্তি!
এদের মুখে যুগো-পুরুষের নিন্দার ঝড়
টাইফুনের থেকে ক্ষিপ্র!
হায় বিধী,
শ্রেষ্ঠ জীব তুমি বানিয়েছিলে যারে,
নিজের রূপ করেছিলে দান।
তাদেরই অত্যাচারে নিজেকে ধিক্কার দিয়ে,
সহস্র আলোকবর্ষ দূরে হলে অন্তর্ধান।
আধুনিকতার দাবিতে যারা আজ নগ্ন,
স্বার্থপরতাই যাদের মূল অস্ত্র,
স্বাধীনতার অজুহাতে যারা ব্যাভিচারে মত্ত।
এদেরই অবাঞ্ছিত চলনে,
মৃত্যুঝঞ্ঝায় বাতাস হয়েছে রুদ্ধশ্বাস!
অসংখ্য দুর্যোধনে ভরেছে জগৎ!
এদেরই দব দবানিতে পৃথিবী কোণঠাসা,
পৃথিবীর চাপা গোগানি কান্না ,
ঋষিদের ধ্যান ভঙ্গ করছে বারংবার…
ফিরে এসো,
হে যুগান্তরের কবি, তোমার ধরিত্রী রক্ষা করো তুমি!
তব গুণে গুণান্বিত কিছু মানব-মানবী
এখনও আছে এই চরাচরে।
এদেরই রক্ষা তরে, তুমি আবির্ভূত হও পৃথিবী উপরে।
ফিরে এসো হে অভিমানী এই বিশ্ব মাঝে,
ছড়াও শান্তির বাণী মানুষের মুক্তির লক্ষ্যে।
আমার চিন্তার স্তুপ গলে যাক
তোমার প্রেমের পরশ পেয়ে!
হে পরম পিতা ফিরে এসো…
তোমার চরণে নিজেকে দেব সকল শূন্য করে!
🌼🌼🌼 সমাপ্ত। 🌼🌼🌼