শিরোনাম-বাংলাদেশের উৎসব
কলমে- নিত্যানন্দ বিশ্বাস
উৎসব আনন্দের দেশ প্রিয় বাংলাদেশ
ষড়ঋতু বারো মেসে নানা উৎসব আশ।
উৎসবের মধ্যে জাতির আত্ম পরিচয়
বাঙালির প্রাণের আকুতি উৎসবে রয়।
মিলন কামনার স্থানই উৎসব প্রাঙ্গণ
বাঙালির বারো মাসে রয় তেরটা পার্বণ।
মুসলমান-এর পবিত্র ঈদ উৎসব
হিন্দুদের শরৎকালে দুর্গা পূজা উৎসব।
কৃষ্ণ জন্মাষ্টমী, রথযাত্রা, শিব, কালীপূজা
শনিপূজা, সরস্বতীপূজা, রাস, লক্ষ্মীপূজা।
খ্রিষ্টানদের তো বড়দিন ধর্মীয় উৎসব
বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমাই ধর্মীয় উৎসব।
দিবস স্বাধীনতা, বিজয়, শহিদ দিবস
বাংলাদেশের এই দিবস জাতীয় দিবস।
বাংলাদেশের বইমেলা মেলা নববর্ষ
বাঙালিদের প্রধানতম উৎসব হর্ষ।
জাঁকজমক অনুষ্ঠানটি হলো হালখাতা
মিষ্টিমন্ডা দিয়ে করে এই শুভ হালখাতা।
নৌকা বাইচ বাঙালিদের বড় উৎসব
বিয়ে, নবান্ন, পৌষপার্বণ প্রধান উৎসব।
মনীষী স্মরণনৌৎসব অনুষ্ঠিত হয়
জাতীয় নেতাদের স্মরণ বঙ্গে করা হয়।
খেলাধূলা বা সাংস্কৃতিক উৎসব সবার
হিন্দু-মুসলমান-খ্রিষ্টান মিলে একাকার।
আস্কর, আগৈলঝাড়া, বরিশাল
বাংলাদেশ।