মাটির গম্বুজ
মুহাম্মদ ইয়াকুব
বিপুলা পৃথিবীর পাহাড় চূড়ায়
ঐশ্বর্যের মেলা
পাহাড়ের চূড়া মানে মাটির গম্বুজ
খুঁটি গাঁড়ে পৃথিবীর বুকে
এখানে নির্যাস চুষে মানুষ
শিশু, যুবা, বৃদ্ধ – স্তর বিশেষে
পেশিবহুল হয়ে দাঁড়ায় ক্রমে….
মোহন চিত্তের কাদামাটি সোঁদাগন্ধে
নির্বাক সব গন্ধবণিক
পর্বতারোহী চড়তে চড়তে দেখে
ঝর্ণাধারা ঢেউ ভেঙে নামে তীব্র বেগে
শীতল ধারায় ফুটে –
নাম জানা – অজানা ফুলের সমাহার
রিমঝিম বর্ষণ – ভেজা শরীরে
উন্নত শির ভেসে ওঠে প্রকৃতির কূলে।