ভাট ফুল
ডা.আব্দুল হান্নান জাহিদ
“””””””””””””””””””””””””””””””””””””””””
শিমুল পলাশের রাঙ্গা প্রভাতে
থোকায় থোকা যেন আম্রমুকুল।
ছায়ায় ঘেরা বন -বনানী জুড়ে
হেলেদুলে নেড়ে উঠে বনফুল।
বন বাদাড়ে পাশে পবনে ভাসে
নৃত্য ছন্দে নেচে উঠে বনকুল।
সবুজ শ্যামল লতা পাতা ঘিরে
অবহেলা বেড়ে উঠে ভাটফুল।
কলসী কাঁখে ঘাটে পল্লি বধুর
কর্ণেঝুলানো দেখো রূপালী দুল।
রক্তিম ধবলের পাপড়ি দোলে
মৌমৌ গন্ধে ভেসে উঠে বনকুল।
শিশুরা তুলে নিতে করেনী ভুল
আমুদে আহ্লাদে সৃষ্টির অতুল।
তেতুলতলে গজে উঠা মিতালী
শিশুদের প্রিয় দুল ভাটফুল ।
ঘন আধাঁরে বাশ ঝাড়ের পাশে
হীরণ্যে যে খচিত খোপায় জুল।
বাতায়ন পাশে দখিনা মলয়ে
বিমোহিত মন করে যে আকুল।
পুলকে পরাগ রেনু অঙ্গে মেখে
রাঙ্গা প্রজাপতি হয় মশগুল।
মেঠোপথের পাশে আছে দাড়িয়ে
মহৌষধী গুনে ভরা ভাটফুল ।
রচনাকাল :-১৫.০৩.২০২১ ইং
নিতুল হোমিও ফার্মেসী
জয়াগ,নোয়াখালী।