শিরোনাম জননী,জন্মভূমি ও স্বাধীনতা
কলমেঃমো সেলিম হোসেন
তারিখঃ২৪/০৩/২০২১ইং
বিভাগঃগদ্যকবিতা
——————————————————-
রক্তের দাগ লেগে আছে,চির সবুজ এ-বাংলায়,
পাকবাহিনীর আঘাতে ক্ষত,নয়নে ভাসে বন্যায়।
সাতকোটি প্রাণ ঘুমিয়েছিল,বাংলার জমিন জুড়ি,
নির্মমতার মহা সাক্ষী পঁচিশে মার্চের কালোরাত্রি।
জন্ম যদি হত মা’গো যুদ্ধের কুড়িটি বছর পূর্বে,
মা’গো সার্থক হত জনম আমার জন্ম যদি হত বঙ্গে।
জন্ম নিতাম বীরের দেশে,বীর বাঙালির বেশে,
মাথা উঁচি করে যুদ্ধে যেতাম,স্বাধীনতারই তরে।
দেশের তরে জীবন বাজী,রাখতাম সবার আগে,
জীবন দিয়ে করতাম প্রমাণ,আমি যে বাধ্য ছেলে।
এই দেশেতে জন্ম মাগো,খোকা নামের বীর ছেলের,
সেই খোকাই শ্রেষ্ঠ সন্তান,বীর বাঙালির মনে।
কেনো যে,মাগো দিলেনা জন্ম যুদ্ধের কুড়িটি বছর আগে।
তাঁহার ডাকে যুদ্ধে যেতাম মাথা উঁচুটি করে।
কষ্ট লাগে দেখলে ইতিহাস,ব্যর্থ লাগে এই জীবন,
তাঁহার ডাকে মরণ হলেও সার্থক হতে সে মরণ।
এমন দেশটি কোথাও খুঁজে পায়নি পৃথিবী ঘুরি,
যেথায় জন্ম শেখ মুজিবুরের রাজনীতির সে যে মহাকবি।
বীরে দেশে বীরের বেশে থাকতাম তাঁহার পাশে,
স্বাদ যে মাগো রয়ে গেলো মনে জন্ম হলো না আগে।
শস্য,শ্যামল,মাঠের ফসল,নানান ফসলের মেলা,
পদ্মানদীর রূপালী ইলিশ,জুড়াই প্রাণের ভেলা।
গাছে ফুল ফল নদী ভরা জল,পাখির কণ্ঠ গান,
সকাল বেলায় পাখির গানে জুড়ায় আমার প্রাণ।
আবার মা’গো যদি যুদ্ধ লাগে তোমার বঙ্গ দেশে,
এবার কিন্তু জন্ম দিও যুদ্ধের কুড়িটি বছর আগে।
সবার আগে যুদ্ধে যাবে,স্বাদীনতার সুখ লাভে,
জীবন দিয়ে করব প্রমাণ আমি যে বাধ্য ছেলে।
সত্যিই আমি আনন্দিত আমি আবেগে আপ্লুত, আমার মত একজন অতিক্ষুদ্র কলম সৈনিকের কবিতাটি আপনাদের দৈনিক বাংলার কথা প্রত্রিকায় স্হান দিয়েছেন। এই সহমর্মিতা আমার কলমে নতুন কিছু সৃষ্টির সাহস যোগাবে।আমি আপনাদের প্রতি চির কৃতজ্ঞ।