যশোরে একশত ফেনসিডিল সহ গ্রেফতার-১
হৃদয় আহম্মেদঃ
গতকাল ২২ শে মার্চ যশোর বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামের পাড়া উত্তর মাঠের মধ্যে থেকে ১০০ বোতল ফেনসিডিল সহ একজনকে আটক করে পুলিশ। সোমবার দুপুর ৩ঃ০০টার দিকে যশোর জেলার পুলিশ সুপার নির্দেশক্রমে মাদক ও চোরাচালান মুক্ত করতে যশোর জেলা গঠনের লক্ষে এএসপি নাভারন সার্কেল অফিসার ইনচার্জ বেনাপোল পোর্ট থানা তত্ত্বাবধানে এসআই মোস্তাফিজুর রহমান একটি সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে যশোর জেলার বেনাপোল পোর্ট থানার কৃষ্ণপুর গ্রেমের শরবত আলীর ছেলে মনিরুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।