#বাস্পীভবন
#কলমে_শুভেন্দু_গাঙ্গুলী
#২২শে_মার্চ_২০২১
•••••••••••••••••••••••••••••••💔•••
কত ভাবনা তাকে নিয়ে একত্রিত করা ছিল,
হৃদয়ের ক্যানভাসে যত্ন করে রাখা তার ছবিতে ভালোবাসার কত রঙ মাখিয়েছিলাম,
কত শব্দ একত্রিত করেছিলাম তাকে নিয়ে কবিতা লিখবো বলে,
সে আসবে বলে অপেক্ষার পাহাড় জমিয়েছিলাম,
সে আসবে বলে এক একটা মুহুর্তকে— এক একটা ঘন্টায়,
এক একটা দিনে,
এক একটা সপ্তাহে,
এক একটা বছরে
পরিণত করতে করতে সময়ের সমুদ্র তৈরি করেছিলাম,
কিভাবে তাকে ভালোবাসি বলবো তাই ভাষা চর্চা শুরু করেছিলাম,
কত কিছু বলবো বলে ঠিক করে রেখেছিলাম,
তিলে তিলে নিজেকে তার মনের মতো তৈরি করেছিলাম,
শুধু তারই প্রতীক্ষায় ছিলাম…
আর আমার সেই দীর্ঘ প্রতীক্ষিত ভালোবাসাকে কাছে পাওয়ার প্রতীক্ষার অবসানও ঘটেছিল,
দেখাও হয়েছিল তার সাথে,
শুধু কথা হয়নি!
কথা বলার মতো সুযোগ পাইনি,
বলতে পারিনি আমার এতদিনের জমানো সব আবেগকে তুলে ধরতে তার কাছে।
শুধু একটা হলুদ লাগানো লাল রঙা খাম সে যখন আমার হাতে ধরিয়ে দিয়েছিল আমার একত্রিত করা সমস্ত আবেগ, ভাবনা,রঙ,শব্দ, কবিতা,ভালোবাসা,সময় সব এক নিমিষেই তার প্রত্যাখানের উত্তাপে বাস্পীভবনে পরিণত হয়ে গিয়েছল!!!
সে কোন কথা না বলেই,
আমাকে কিছু বলতে না দিয়েই
সে তার নতুন জগতের পথে পাড়ি দিতে এগিয়ে চলে গিয়েছিল চোখের সামনে দিয়ে;
আর আমার
আ…আ…আমার,
আমার অস্তিত্বের যেন বাস্পীভবন হয়ে গিয়েছিল তার জন্য এতদিনের জমানো ভালোবাসা তার কাছে প্রকাশ করতে না পারার যন্ত্রণার আঁচে !!!
💔💔💔😰💔💔💔