গুণী জন।
শরীফ মোঃ সালমান।
২৩-০৩-২০২১
যে মেঘে জল নাই , সদা উঁচু আকাশে
নানা রুপে নানা রঙে সুদুরে ভাসে।
ফল হীন বৃক্ষ কভু নোয়ায় না শাঁখা
গর্ব তার শুধু শাঁখা উঁচু করে রাখা।
জল ভরা যত জীমূত নিচু হয়ে চলে
ভূতল সিক্ত করে বুক ভরা ঢলে।
নুয়ে থাকে ফল ভারে পাদপ নিচয়
হাতছানি দিতে থাকে এ জগতময়।
এ মাতা বসুধায় যারা জ্ঞানীগুণী জন
দাম্ভিকতা প্রকাশ তারা করেনা কখন।
স্বভাবে শিশুর মত কত সরলতা
মধু ভরা যেন তাদের মুখের কথা।