তারিখ:-২২/০৩/২০২১
মুক্তির সন্ধানে
আবু সাঈদ হোসেন
মুক্তি দেও এই শোষিত সমাজ কে, এই রাষ্ট্র কে,
মুক্ত অক্সিজেন পেয়ে বেঁচে থাকতে।
মুক্তি দেও অন্তরাত্মা কে এই কোলাহল থেকে,
মূলনীতি পথে গতিমুখে স-উদ্যম প্রাণবন্ত হয়ে।
লোকাচার অনুসারে প্রচলিত রীতি -নীতির বিরুদ্ধে,
মুক্তি মিলে সাহিত্য অঙ্গনে মৌসুমি বায়ু প্রবাহে মানব কোলাহলে।
চাঁদের কণা মেঘবতীর দুয়ারে,
স্বর্গীয় দূত ডেকেছে উজাড় কণ্ঠে তাহারে।
শামিয়ানা টাঙিয়ে উৎসব-অনুষ্ঠানের ক্ষণপ্রভার দলে,
জ্যোৎস্না ফুটেছিল মধুর মিতালিতে।
গৃহপ্রাঙ্গণে আজ শেওলার আস্তরণ শতরঞ্জি,
প্রাঞ্জলতা উদারতা দয়াশীলতা নেই মানবের।
জীব বৈচিত্র্য হারিয়ে গেছে মানব জীবনের উৎপন্ন বিষে,
নেই প্রাকৃতিক অনাক্রম্যতা নেই মুক্তি।
দায়মুক্ত মানব নিজেকে ব’লে রেহাই প্রাপ্ত জীব!
মনুষ্যত্বের ছন্দপতন তৃণমূল ছিঁড়ে,
বল বেঁচে থাকার কি আছে?
তৃণ কাণ্ড শিরা ধমনী ঝোঁক প্রবণ নেই তার,
মুক্ত আকাশ থেকে অক্সিজেন ঋণ করে বেঁচে আছি।
অক্সিজেন একরকম বর্ণহীন হাইড্রোকার্বন গ্যাস,
অ্যাসেটিলিন গ্যাসের মিশ্রণ বাঁচব কি করে?
তবুও বৃক্ষ নিধন করে মানবে,
হাইড্রক্সাইড আয়ন মানব শরীরে।
হমোডায়ালিসিস ফুসফুস ক্যান্সারে চোখ বন্ধ হয়ে আসে,
স্পন্দন ছিঁড়ে আন্দোলন করে মানব দেহে ,
মস্তিষ্ক ও মেরুকাণ্ডের আবরক ঝিল্লী।
কপিরাইট নিষিদ্ধ, :-