বাংলার প্রাণ
মো শরীফসানজিদ
২২/০৩/২০১৯ গাজীপুর
আজ কবিতা নিয়ে আসিনি তোমাদের জন্য,
মনের অফুরন্ত ভালবাসা নিয়ে এসেছি, ধন্য হোক প্রিয় তারুণ্য!
জীবনের চলন্ত রেলে,ফুলদের মুকুলে মুকুলে,
সাফল্য হোক, স্বার্থক ফলে, ঐ মধু জলে!
বহেক পৃথিবীর পদ চিহ্নে,সৌরবতার ঘ্রাণ!
ক্লান্তি মনের অবসান হোক, সমৃদ্ধ হোক বাংলা প্রাণ।
বাংলার স্বাধীনতা এসেছে, লক্ষ্য শহীদের রক্তে,
আজকে দেখ, বাংলা মুক্ত, এখন যেতে হবে সমৃদ্ধ পথে।
কিন্তু তা না, চলছে বেড়ে হিংসা বিদ্ধেস,
কি অদ্ভুত, বাংলার কিছু মানব জন্তু ড়্রাগস দিয়ে করতে চাই শেষ ;
বলে সেইসব মানব জন্তু বলে, সব তো অর্থের মুটো তলে,
কে আর কি বলে, যদি অর্থের বট শাখা মেলে?
তবে যদি এভাবে চলতে থাকে,
শুধু বাংলার প্রাণ নই, এই বাংলাও বিক্লঙ্গ হবে,আয়ের পথ যাবে ধূসর বিপাকে।