চিঠি চাই
মুনমুন চক্রবর্তী
একটি চিরকুট চাই,
হোক সেটা খুব প্রিয়জনের থেকে কিংবা কোনো বন্ধুর,
নতুবা কোন অজানা হিতাকাঙ্ক্ষীর থেকে।
প্রযুক্তির এই যুগেও ইচ্ছে করে
একটি চিঠি পেতে।
হোক না সেটা দু’চার লাইনের লেখা,
নতুবা দীর্ঘ দু’এক পাতা!
তবুও চাই চিঠি আসুক,
হৃদয় এক আনন্দে ভাসুক।
খুব কম করে হলেও কয়েক মাসে একটি চিঠি আসুক,
ফেবুতে তো কত বন্ধু হয়!
ইনবক্সেও অনেক চ্যাট হয়!
কিন্তু সেসব কি আর চিঠি পড়ার মত অনুভূতি দেয়?
মনটা খুব চিঠি চিঠি করে,
টুনটুন করে না আসুক ডাকহরকরা,
চিঠি চিঠি বলে হাঁক না-ই বা ছাড়ুক,
তবুও হাওয়ায় ভেসে চিঠি আসুক,
আকাশের সব নীল মিশে চিঠি আসুক!
হোক না হয় হাতে হাতেই আদান-প্রদান,
তবুও চিঠি আসুক,
মনটা আনন্দে ভাসুক।