কবিতা
শিরোনাম -বিশ্ব কবিতা দিবস
কলমে – বিজন কুমার সামন্ত
তারিখ – ২১/০৩/২০২১
বিশ্ব কবিতা দিবসে শ্রদ্ধা জানাই
আমার সকল প্রিয় কবিগণে,
কবিতা আনুক অনাবিল শান্তি
সবার পবিত্র মনে প্রাণে ।
কবিতা হোক অন্যায়ের হাতিয়ার
প্রতিবাদের উত্তম মাধ্যম,
কবিতা হোক ন্যায়ের প্রতীক
সবার হৃদয়ের স্পন্দন।
কবিতা হোক সমাজের দর্পণ
মুক্ত মনের প্রতিচ্ছবি,
মনের মাধুর্য মিশিয়ে যেন
অপরূপ সাজে লিখেন কবি।
প্রতিটি ছন্দ দিবে আনন্দ
ঘটাবে ভাবের প্রতিফলন,
প্রতিটি চরনে হবে বিমোহিত
সমাজের সকল পাঠকের মন।
কবিতা ঘটাবে মধুর মিলন
অতীত,বর্তমান, ভবিষ্যতে,
কবিতা জাগাবে অদম্য স্পৃহা
শব্দের নিপুণ গাঁথুনিতে ।
সমাজের হাল,দেশের চিত্র
কবিতা ধরবে তুলে,
মনের কালিমা, হিংসা-দ্বেষ
আমরা যাব সবে ভুলে ।
কবির কলম বলবে কথা
দেশের নিপীড়িত জনগণের,
কবির কলম লিখবে ব্যথা
অসহায়, দীন জনের ।
কবির লেখনী,অমূল্য বানী
দেশ ও বিশ্বের কল্যাণ হবে,
অজ্ঞানতার নাগপাশ হতে
সমগ্র বিশ্ববাসী মুক্তি পাবে।
গর্জে উঠুক কবির কলম
আজ বিশ্ব কবিতা দিবসে,
বিনম্র শ্রদ্ধা,শুভেচ্ছা জানাই
বিশ্বের সকল কবিদের সকাশে।