➖➖➖➖কি ভাবছো ➖➖➖➖➖
মেহবুব চৌধুরী
তারিখ➖২০/০৩/২০২১
কি ?ভাবছো কষ্টে আছি?
আরে না, না, এখন আর এমন হয় না।
অনিদ্রা রজনী আর কাটেনা।
জানিস! এখন ঘুম আসতে আর দেরী হয়না।
আগে না! ঘুমোতে গেলে কত কি ভাবতাম।
ভাবতে ভাবতে, রজনী কত ফুরিয়ে যেত।
মনে হতো তখন, এই ভাবনার শেষটা কোথায়?
তবে হ্যাঁ! এখন আর এমন হয় না।
ভাবনার শুরু হয় না ,তাই শেষটাও খুঁজতে হয় না।
জানিস! এখন একটু বেশি আড্ডায় মেতে উঠি বন্ধুদের সাথে,
আগে তো তাও হতো না ।
সময়টা যে ফুরিয়ে যেত তোর সাথে গল্পে মেতে।
এখন আর বন্ধুরা কটাক্ষ করে না ,
এখন আর ওরা আগের মত বলে না,
যে আমি নাকি ওদেরকে ভুলে গেছি।
আমি নাকি হয়ে যাচ্ছি অহংকারী।
ওদের কথায় আমার রাগ হতো না,
কারণ ওরা তো জানতো না ,
ওদের চাইতে তোকে একটু বেশি গুরুত্ব দিতাম।
সত্যি বলতে কি এখন না, অনেক সুখী।
যা আগে কখনো ভাবতেও পারিনি।
এখন আর কোন কাজে ভুল হয় না,
কেন জানিস? কোন কাজে এখন যে তাড়াহুড়ার প্রয়োজনই পড়ে না।
আরে না না ,একাকীত্ব ও অনুভব হয় না।
আশা-নিরাশার বাদল আর ছায়না,
অশ্রু ঝরে এখন আর গাল ভিজে না।
হয়ত কষ্টকে জয় করে ফেলেছি,
নয়ত অনুভব অনুভূতি টা হারিয়ে ফেলেছি।
কি? ভাবছো কষ্টে আছি ?
আরে না না !এখন আর এমন হয় না।