দৈনিক কবিতা প্রতিযোগিতা/চর্চা
শিরোনাম-অধিকারের যুদ্ধ
কলমে-স্বপনকুমার মজুমদার
তারিখ-২০/০৩/২০২১/
নিজ অধিকার প্রতিষ্ঠার
লক্ষ্যে নয়,
ক্ষত্রিয়ের সিংহাসন দখলের যুদ্ধে
পিতৃ অবহেলিত ঘটৎকচ
দিয়েছিলো প্রাণ কুরুক্ষেত্র রণাঙ্গনে।
আজও অবহেলিত ঘটৎকচরা
নিজেদের প্রাণ দেয়
অপরের সিংহাসন দখলের যুদ্ধে।
ভুলে যায়-
নিজ অধিকার প্রতিষ্ঠার
লক্ষ্যের সংগ্রামই
অবহেলিত ঘটৎকচদের
একমাত্র যুদ্ধ।
———————————–