দৈনিক কবিতা প্রতিযোগিতা
“সাধ্য নেই”
মোঃ আজিজুল হক
ভারশোঁ,মান্দা-নওগাঁ,রাজশাহী
১৯-০৩-২০২১ ইং
কিছুতেই হাতে হাত রেখে,
বুকে বুক মিলিয়ে,
সতেজ নির্মল বাতাসে,
প্রাণ ভরে,
শ্বাস নিয়ে,
সোজাসাপটা ভাবে,
চলতে পারছি না।
যোগ সুত্রের বড়ই অভাব দেখছি,
ইচ্ছের বাইরে,
তিলকে তাল বানিয়ে,
সোজা পথটা বাঁকা করে,
কোনোমতেই,
তোমাদের সাথে চলতে পারছি না।
এক সাথে হেঁটে,
কি বা হবে,
বারবার তো দেখি!
অসম্যের ভেদাভেদ,
মাকড়সার বেড়াজালে,
চারিদিকে অনৈতিকতার প্রাচীর,
এক টুকরো বসন্তকে,
নিজের করে,
নেবার অমানবিক প্রচেষ্টা,
অনুভূতি ফুলগুলোকে,
দু,পায়ে এলিয়ে,
রক্ত ঝরিয়ে,
তোমরা যেতে পারো,
আমার সাধ্য নেই।
ফুল বাগানে,
প্রস্ফুটিত ফুলের
সুগন্ধ নেবার অধিকার,
তো সবার,
মৌমাছির স্বাধীনতাকে,
হস্তক্ষেপ করার,
আমার সাধ্য নেই।