শয়তানের ধোঁকা
মোহাম্মদ মুজিবুল হক
শয়তান প্রভুর খুবই অকৃতজ্ঞ
তাঁর দরবারে বিতাড়িত,
আল্লাহর হুকুম অমান্য করে
হলো সে চির অভিশপ্ত।
মানুষকে সে ধোঁকা দিয়ে যাবে
পৃথিবী যতদিন ঠিকবে,
আল্লাহর আশ্রয় চাইলে বান্দা
তখনি নিরাপদে থাকবে।
শয়তানের ধোঁকা থেকে বাঁচতে
প্রভু পাঠালেন রাসুল (সাঃ),
রাসুলের(সাঃ) পথে পথ চললে
হবে না শয়তানি ভুল।
নবীর(সাঃ) আদর্শ বাদ দিয়ে
ভিন্ন আদর্শ বিশ্বাসে,
মানুষ তখনি বিপথগামী হয়
শয়তানের নিঃশ্বাসে।
শয়তান ধোঁকা দিতে পারে না
যারা সত্যিকার মুসলমান,
কোনো প্রকার ফাঁদে না পড়ে
অটল রাখে তাদের ঈমান।