শিরোনাম : নিখুঁত কারুকাজ
কলমে : কাজী সেলিনা মমতাজ শেলী
তারিখ : ১৯/০৩/২০২১অপার সৌন্দর্য নিখুঁত কারুকাজ কাচের মত সাগরের ঢেউ,
দিবস রজনী নির্জনে খেলে জানতেও পারেনা শব্দশৈলী কেউ।স্নিগ্ধ সলিল লাস্য, সাগরের ঢেউ কারোর ঠিকানায় থাকে না,
নিজের মতো নিজের গতিতে চলে সে যে ওই দূর অজানা।সাগরের ঢেউ সে তো কবির সৃজন শৈলী যেন নিজেই সে ঠিক,
যেন প্রেম পরিণয় ভালোবাসা তোমারই কাছে তাই অধিক।কিছু কিছু স্বপ্ন রাতের ঘুমে আসে আর যেন ভালোবাসে,
সেই স্বর্গ স্বপ্ন থাকে নাতো মধুময় হয়ে দিবসের পাশে।আবার কখনো কখনো স্বপ্ন সত্যি হয় যেন সে চির রহস্যময়,
হঠাৎ চমকে দেয় ভুবন ভরে দেয় আপনার চেয়ে আপন হৃদয়।এ ভুবনে ভালোবাসা যত বড় জীবন তত যে বড় কভু নয়,
যেন ঠিক কথা, তবুও ভুবনে অবিরাম বিশ্বাসটা যেন বড় হয়।এক আকাশে চাঁদ তারা নিত্য নিশিতে অবিরাম করে খেলা,
আবার সূর্য উদয় হয় দিয়ে যায় দিবসে নতুন এক উষ্ণ বেলা।