সমাজের ভাবনা বদলাতে……….
##############################
উন্মুক্ত গদ্য কবিতা
~~~~~~~~~~~~
জীবনের নিশ্চয়তায় নিঃশর্ত সন্ধি করি
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
কলমে:- শিবলু চক্রবর্তী
তারিখ-১৮/৩/২০২১
{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}
মানুষ আজ বহুজাতিক,
বহু মাত্রিক, বহু অন্ধ ধার্মিকও বটে,
সমাজের সব স্তরে স্বাভাবিক জীবনের তাল কাটে– ছন্দ ভাঙে
নির্লজ্জ আস্ফালন শৈশব থেকে বার্ধক্যে,
নীতিহীন রাজনীতি—দেশপ্রেমহীন মানবতা
চারিদিকে শুধুই উদগ্র শক্তি-মনন-মেধার
শরীরি মদিরতা পূর্ণ মনুষ্যত্বের অহঙ্কার।
বিবেকহীন বিলাসিতার মৌতাতে মজে আছে ক্ষয়িষ্ণু সময়–সমাজ।
গভীর ভাবনার বাস্তবায়নে বিবেক দূষণে দূষিত দেশমাতৃকা।
অর্থনীতি, গণতন্ত্র, সমাজনীতির মূল চাবিকাঠি
অন্য এক শাসকের হাতে ন্যস্ত।
অসংযমী জীবনযাত্রার আকাশে কালো মেঘের আনাগোনা।
চাঁদে লেগেছে পূর্ণগ্রাসী গ্রহন।
লাঞ্ছনার শিকার মাতৃ-স্বরূপিনীরা।
বিলাসী বিনোদিনীর কোলে আগামী ভবিষ্যত খেলা করে।
ক্ষয়িষ্ণু সমাজের সাফল্য কোথায়?
অরুণোদয়ের অগ্নিটা—
সকল মলিনতা, সঙ্কীর্ণতা, জাতপাতের লড়াই
দুর্ভোগ–দুর্যোগ তাপদাহে
জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করুক সংক্রামিত পাপাত্মায়।
হিংসার নেশায় আদিমতা রূঢ় বাস্তবে রূপান্তরিত,
থমকে গেছে মানবসম্পদের বিকাশী চেতনা
অজানা আতঙ্কে,
সময়টা নিশ্চুপ দাঁড়িয়ে কাঁপছে,
পাপক্লিষ্ট ধরণীতে ধ্বংস অনিবার্য।
ধ্বংসস্তূপ থেকেই উদিত হবে নতুন শুভ সকাল,
সহানুভূতি পূর্ণ মমত্ববোধের ভাবনা জড়ানো চেতনা
উদ্ভাসিত করুক সকল হৃদয়।
বিভেদের মাঝেও সুদৃঢ় ঐক্যবদ্ধ , খুশি সমাজ
যেখানে থাকবে শুধু জীবন থেকে জীবনের
সুখানুভূতির আনন্দ মেলা।
তুমি আমি নই, চেতনে চৈতন্যে
সকলের গোত্র হোক মনুষ্যত্ব,
ধর্ম হোক মানবতা,
দেশহিতৈষী হয়ে দেশাত্মবোধের খরস্রোতে
ভাঙবে মলিনতার লৌহকপাট।
একই সুরে গাইব সবাই সাম্যের জয়গাথা।
জয় জয় জয় হে মানবতা,
রঙ্গমঞ্চ থেকে নদীর ঘাটে—
একই উপাস্য ভগবান
রাম-রহিমের থাকবেনা সঙ্কীর্ণতা—
কোনো ভেদাভেদ
মন্দির মসজিদে শুধুই ঈশ্বরীয় আরাধনা, উপাসনা, আমাদের প্রার্থণা।
ধর্মীয় মতান্তরে ভাইয়ের রক্তে হাত রাঙিয়ে
স্বর্গরাজ্যে পৌঁছানোর কামনা-বাসনার
পৌরুষত্বহীন প্রতিযোগিতা আর নয়।
এসো হে ধারিত্রীমায়ের সন্তান—
আগামী সুন্দর পৃথিবীর সুখ সমৃদ্ধি আর
শান্তির একমাত্র কাণ্ডারী তোমরাই।
সবার উপরে মানুষ সত্য
যেমন সত্য জীবন ধারণে,
এই আত্ম-প্রত্যয়ে জীবন্ত জীবনের
জীবিকার নিশ্চয়তা বিধানের স্বার্থে
নিঃশর্তে সন্ধি করি।
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]
রচনায়-শিবলু চক্রবর্তী
ফুলিয়া, নদিয়া,
পঃবঃ, ভারত ।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°