গগজাতির পিতা
বিবেকানন্দ মিস্ত্রী
১৭/০৩/২০২১
বাংলায় আমি পড়াশোনা করি
বাংলায় বলি কথা,
বাংলায় তোমার প্রথম ভাষণ
তুমিই জাতির পিতা।
এইদিনে তুমি ধরায় এসেছিলে
আলোকিত করে ভূমি,
তোমার স্মরনে বাঙালি জাতি
তোমার চরণে নমি।
বজ্রকণ্ঠে শুনিয়েছিলে
প্রশান্তির সেই সুর,
বিশ্বকে তুমি কাছে এনে দিলে
যা ছিল বহুদুর।
তোমার কথায় লক্ষ মানুষ
প্রাণ করেছিল দান,
স্বাধীন বাংলায় জন্মেছি মোরা
সব তোমার অবদান।
বিশ্বের মাঝে মাথা উঁচু করি
বাঙালি পরিচয়ে,
সুখ্যাতি মোদের দিয়েছ তোমার
প্রাণের বিনিময়ে।
তোমার ত্যাগে আজ আমাদের
বাঙালির সম্মান,
তুমিই মোদের জাতির পিতা
শেখ মুজিবুর রহমান।