হৃদয় আহম্মেদঃ
আপনার কাঁধে ভর করেই দাঁড়িয়ে আছে বাংলাদেশ। যত যাই হোক না কেন, নিজেদের সেরাটা দিতে আমরা উদগ্রীব থাকি সবসময়। আপনার সুদূরপ্রসারী চিন্তা আমাদেরকে দেয় আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমাদের দেশ ও পতাকার মর্যাদা সমুন্নত রাখা ছিলো আপনার লক্ষ্য, আজ সেটা আমাদেরও লক্ষ্য।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিনে। আজ বুধবার ( ১৭-ই মার্চ) বেলা ১০ টার সময় জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উথলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আবদুল মান্নান পিল্টু, পরিচালনা পরিষদের অন্যতম সদস্য বৃন্দ সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডল উপস্থিত হয়ে জন্মদিন অনুষ্ঠান সফল করে।