তমিস্রা গহনে ক্রন্দিছে সতী
…………………………………..
মো. আসাদুল হক
চাঁদপুর সদর- ১৬.০৩.২০২১ খ্রি.
অদ্রিশিখরে দুর্মতি খেলাঘর ছাড়ি
নেমে আয় যতো পাহাড়ি
উল্কা বেগে গড়ি
মনের যান বেগবান
বাঁধন ছিঁড়ে উঠবো আজি উত্তরী ।
খাঁচার পাখীরা উঠ্ ডাকি
স্বরে তোর বিদ্রোহ মাখি
ভুবনে রাজ রাজ কম্পনে
পরশুরামের কুড়াল কৃপাণে
আয়- তোরা যারা নিগ্রহে পাগলপারা
লুটাবো চরণ তলে, যতো আছে হাম ভরা ।
ভাস্কর পড়িছে হিমাদ্রীর আড়ালে
গিরি সঙ্কটে পথিকরা যাচ্ছে পথ ভুলে
একূলে ওকূলে ভয়ঙ্কর তরঙ্গ দুলে
ভীমরতি কর্ণধার বসিছে হালে !
গগনে শব্দ ঘুরঘুর ভজ্র অনল শিখা
ওরে- আজি ছিঁড়ে ফেলবো কপালের লেখা
অরুখ প্রাচীর ভাঙ্গতে মোরা একরোখা
তাঁবেদারি উপারি সোজা করবো যতো বেঁকা
আজি নই আর মোরা বোকার বোকা ।
নন্দিত ময়নামতির
গরল প্রীতিতে ভীষণ অবনতি
কুঁড়ের ঘরে নিভায়ে বাতি
তমিস্রা গহনে ক্রন্দিছে সতী !
মৃত্তিকা তল ফাড়ি উঠবে কালনাগিনী মনসা
বিতণ্ডার ঝড়ে ফেলে খুলবো যতো মুখোশ খোসা
প্রভাতের দ্বারে তোলপাড়ে আলো আনবো কেড়ে
নজরুল এর ” বল বীর- বল উন্নত মম শির !” উচ্চারে ।
খুলে ফেল্ হে তরুণ উদ্বেল
পা’য়ে পরা শিকল বেরি
হীনদের তুঙ্গ আড়ঙ্গ মাচাঙ্গ, করবো রণ জঙ্গ
পাথারের বারি বিস্ফোরি ।