বিষয়ঃ কবিতা
শিরোনামঃ খোকা নামের ছেলেটি
কলমেঃ মোহাম্মদ মুজিবুল হক
তারিখঃ ১৭/০৩/২০২১
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””
১৯২০ সালের সতেরোই মার্চ,
সেদিনই সৃষ্টি এক নব ইতিহাস।
টুঙ্গিপাড়ায় জন্ম নেয় ‘খোকা’ নামের এক ছেলে,
বাঙালির ইতিহাসে যাকে সবে ‘মহানায়ক’ বলে।
শৈশব পেরুতে ঘটে তাঁর মধ্যে নেতৃত্বের বিকাশ,
গরীব-দুঃখীর বন্ধু হয়ে দাঁড়াতেন তাদের পাশ।
তখনকার শীর্ষ নেতারা দেখেন অবাক বিস্ময়ে,
হিম্মত দেখে গর্ব করতো শেখ মুজিবকে নিয়ে।
বায়ান্ন থেকে একাত্তর যতসব লড়াই আর সংগ্রাম,
নেতৃত্বের অগ্রে ছিলেন যিনি শেখ মুজিব তাঁর নাম।
তিনিই পেলেন সহস্র বর্ষের শ্রেষ্ঠ বাঙালির আসন,
চেয়েছেন তিনি অসাম্প্রদায়িক বৈষম্যমুক্ত শাসন।
তাঁর নেতৃত্বে আমরা পেলাম একটি সার্বভৌম দেশ,
তাঁকে নিয়ে মোদের গর্বের নেই কো কোনো শেষ।
বিশ্বের মাঝে তিনিই করেন বাঙালির উঁচু স্থান,
জাতিসংঘের অধিবেশনে বাংলায় দেন ভাষণ।
তাদের তরে দিব মোরা ধিক্কার আর অভিশাপ,
সপরিবারে হত্যা করেও যারা করেনি অনুতাপ।
চিরকাল তারা ঘৃণিত থাকবে বাঙালির অন্তরে,
তাদের প্রজন্ম আমরণ থাকবে অন্ধকার গহ্বরে।