শিরোনাম : একটি পাখি
কলমে : কাজী সেলিনা মমতাজ শেলী
তারিখ : ১৬/০৩/২০২১
তোমার অপেক্ষায় বসে আমি একা দিবসের অরণ্যে,
এ অরণ্যে আঁধার ঘনিয়ে এলে মন কাঁদে তোমার জন্যে।
উপঢৌকন উপহার ফুলের ডালি তোমায় দেব শওগাত,
তৃপ্তির আনন্দে একটুকরো আলো দিল মধুময় ঐ চাঁদ।
সূর্যোদয়ের পূর্বক্ষণ ভোরবেলা আমি তোমার অপেক্ষায়,
তাই বুঝি হাজার রঙের ফুল ফুটেছে অরণ্যের আঙ্গিনায়।
এসো বন্ধু ভালোবাসার বিশ্বাস দিয়ে গাঁথি ফুলের মালা,
ঐকতান এক সুরে বাঁধা একাগ্রচিত্ত যেন সন্ধ্যার দীপ জ্বালা।
অমাবস্যায় ও পূর্ণিমায় নদী ও সমুদ্র ভয়ংকর জলোচ্ছ্বাস,
তার চেয়েও বন্ধু তোমার আমি এই জীবনে করি বিশ্বাস।
বিমোহিত মোহগ্রস্ত মুগ্ধ অভিভূত মূর্ছিত এ হৃদয়,
লীলা বিলাস স্বপ্নের অপেক্ষায় জীবনের সূর্যোদয়।
কল্লোল জলস্রোতের জলের তরঙ্গ তুমি সেই সাতকাহন,
জগমোহন পৃথিবীতে তুমি যে আমার চির আপন।