দৈনিক সাহিত্য প্রতিযোগিতা
* বিভাগ- কবিতা
শিরোনাম- অলক্ষ্যের প্রেম
কলমে- ডাঃ গোলাম রহমান ব্রাইট
তারিখ- ১৬-০৩-২০২১ ইং-
“““““““““““““““““““““““““““““““““
প্রজাতির মতো মন উড়াল দিয়ে যায় বনে,
একাকী আমার এ জীবন দখিনা সমীরণে।
বসন্তের রঙিন প্রকৃতির নতুন কচি পাতায়,
আবেগ ভরা কথা যেমনটি লিখি খাতায়।
তেমনই প্রেমের কথা সঞ্চিত রেখেছি মাথায়,
আকুলতা বেড়ে চলে ছটফট করি ব্যথায়।
স্তব্ধ সময়ের কাছে হাজারো প্রশ্ন করি,
বিরহে রবে কি মন সারা জনম ভরি !
মনের উঠোনে অনল ক্রমশঃ পুড়ে মরি,
নিবিড় বিশ্বাসে বুঝি ডুবলো সুখের তরী।
রঙিন প্রকৃতিতে চলে ফুলের বনে অলি,
আস্বাদন করে সেথা প্রথম ফোটা কলি।
অলক্ষ্যে থাকা প্রেম সম্মুখে কেমনে বলি,
নিমগ্ন চিত্তে থেকে নিজেকে সামলে চলি।
অব্যক্ত যন্ত্রণা এভাবে ঢাকবো কতকাল,
ব্যক্ত করতে পারলেই ওড়াবো খুশির পাল।
“““““““““““““““““““““““““““““““““