দৈনিক কবিতা প্রতিযোগিতা
তারিখ15/03/2021
. ” মূল্য”
রনি মহাপাত্র
সবাই তো আশা ভরসা করে
সত্যিই কি সবাই পায় তার মূল্য।
এই যেমন বারে বারে মানুষ কি আশা করে
ভোট দেয় এইবার বুঝি পাবে গরিব প্রকৃত মূল্য,
বাজারে গিয়ে দেখে জিনিসপত্র কি অগ্নিমূল্য।
কৃষক পাচ্ছে না তার প্রকৃত ফসলের দাম
শ্রমিকের অবস্থা আরো খারাপ নেই কোন কাম।
সকাল থেকে রাত্রি পর্যন্ত মাথায় একটাই চিন্তা কোথায় পাবে টাকা,
অসহায় মানুষ ভাবে দুনিয়াতে আমি বড়ই একা।
মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ফেরেনা সংসারের হাল
সংসার কি আর চলে শুধুই দিয়ে রেশনের চাল।
গরীব মানুষ কি বোঝে রাজনীতির জটিলতা, বোঝে খিদের জ্বালা,
কিভাবে হবে রান্না
কিভাবে থামাবে বাচ্চার কান্না।
মাথার মধ্যে ঘুরতে থাকে কিভাবে কাটবে আজকের দিনটা,
কালকে যে আবার দিতে হবে গত মাসের ইলেকট্রিকের বিলটা।
অসুস্থ রোগীর পরিবার চিকিৎসার জন্য হসপিটালের দোরে দোরে ঘোরে,
আর চিকিৎসা না পেয়ে রাস্তায় পড়ে মরে।
আবার আসছে ভোট, আসছে কত প্রতিশ্রুতি,
এবার তোমাদের আর থাকবে না কোনো অভাব,
ভোটের বক্সে দিতে হবে তার জবাব।
সাধারণ মানুষকে নিয়ে চলে নানান প্রতিশ্রুতির খেলা,
ভোট ফুরিয়ে গেলে তখন তারাই হেলাফেলা।
তার মধ্যেও অনেক মানুষ করছে নানান চেষ্টা
যদি রক্ষা করা যায় দেশটা।
মাঝে মাঝে মনে হয় মানুষের কাছে নেই আজ কোন মনুষ্যত্ব
অন্ধকারের পরে ফুটবে নতুন সূর্যের আলো,
সেই ভেবে বেঁচে আছে মনকে করছে আসক্ত।
———-******———******———-